১৩তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড
ও কুরআন উৎসব ২০২৫

রেজিস্ট্রেশনের নিয়মাবলী

শিক্ষার্থীর ছবি

Student Photo Sample (1).jpg
Student Photo Sample (2).jpg
Student Photo Sample (1).png
  • ছবির সাইজ স্কয়ার (৩০০ X ৩০০ অনুপাত) হতে হবে
  • ইউনিফর্ম পরিধান করে থাকতে হবে
  • ফাইল ফরম্যাট: JPG, PNG
  • ছবির কোয়ালিটি ভালো হতে হবে
  • ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১ মেগাবাইট হতে হবে

পিতার ছবি

Student's Father Photo Sample
  • ছবির সাইজ স্কয়ার (৩০০ X ৩০০ অনুপাত) হতে হবে
  • ফাইল ফরম্যাট: JPG, PNG
  • ছবির কোয়ালিটি ভালো হতে হবে
  • ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১ মেগাবাইট হতে হবে
Cover

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা; যা ১৯৯৯ সাল থেকে একটি শিক্ষা মিশন হিসেবে কাজ করে যাচ্ছে। অবারিত সম্ভাবনার এ বাংলাদেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, অবহেলিত মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, আদর্শ মানুষ তৈরি, বেকারত্ব দূরীকরণে প্রকল্প পরিচালনা, জাতি গঠনে বিশেষ কার্যক্রম গ্রহণ, আর্ত-মানব সেবা, গবেষণা কার্যক্রম পরিচালনা, ইসলামি সংস্কৃতির লালন ও বিকাশ সাধন, সুশিক্ষা বিস্তারে মননশীল প্রকাশনা, আলকুরআন শিক্ষার প্রচার ও প্রসারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এক বাস্তবসম্মত এবং সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে।