Centered Logo

১৩তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৫

শিক্ষার্থী নিবন্ধন ফরম

* তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে

Branch Info

*
*
*
Loading programs...
*
*

Select a branch to see preview

Student Information

*
*

মাদরাসার ইউনিফর্ম পরা ছবি দিতে হবে

*
*
*
*
*
*
*
*

Guardian Information

পিতার বিস্তারিত পরিচয়

*
*
*
*
*

মাতার বিস্তারিত পরিচয়

*
*
*

Address Information

বর্তমান ঠিকানা

*
*

উদাহরণ:

তালুকদার নিবাস, বাড়ি ১৫, রোড ১০, সেক্টর ১২, উত্তরা

নির্দেশনা:

  • কমার বামদিকে স্পেস (খালি জায়গা) থাকবে না
  • কমার ডানদিকে স্পেস (খালি জায়গা) দিতে হবে
  • ঠিকানার শেষে দাড়ি-কমা দিবেন না
  • ঠিকানার বক্সে উপজেলা, জেলার নাম লিখবেন না
  • স্থায়ী ঠিকানা

    *
    *

    উদাহরণ:

    কানুদাসকাঠি, গ্রাম: কুমারখালী, ডাকঘর: মোড়লগঞ্জ

    নির্দেশনা:

  • কোলন ব্যবহার করা যাবে ( : )
  • বিসর্গ ব্যবহার করা যাবে না ( ঃ )
  • ঠিকানার শেষে দাড়ি-কমা দিবেন না
  • ঠিকানার বক্সে উপজেলা, জেলার নাম লিখবেন না
  • *

    Academic

    *

    জ্ঞাতব্য বিষয়

    • তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান থেকে হিফয সমাপনকারী শিক্ষার্থীগণ অ্যাওয়ার্ড পাবে।
    • রেজিস্ট্রেশন ফরমে পূর্ণ নাম ও ঠিকানা নির্ভুলভাবে লিখতে হবে।
    • ছাত্রীদের মাদরাসার ইউনিফর্ম ও স্কার্ফসহ ছবি সংযুক্ত করতে হবে।
    • অ্যাওয়ার্ডপ্রাপ্য শিক্ষার্থীকে প্রোগ্রামস্থলে সাদা জুব্বা, সাদা কেড্স ও সাদা সুতায় বানানো টুপি পরিধান করে উপস্থিত হতে হবে।
    • প্রোগ্রাম শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে অ্যাওয়ার্ডপ্রাপ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ এবং রিপোর্ট করতে হবে।
    • অ্যাওয়ার্ডপ্রাপ্য শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট, পাগড়ি, কুরআন প্রদান করা হবে।
    • এছাড়াও অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্রদেরকে উত্তরীয় এবং ছাত্রীদেরকে স্কার্ফ প্রদান করা হবে।
    • অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পিতা-মাতাকেও পুরষ্কার প্রদান করা হবে।
    • নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ফরম তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনে জমা দিতে হবে।
    • প্রোগ্রামের তারিখ, সময় ও স্থান পূর্বেই জানিয়ে দেয়া হবে।
    • হিফযুল কুরআন অ্যাওয়ার্ড উপলক্ষ্যে স্মারক প্রকাশিত হবে।
    • অভিভাবকের পুরস্কার গ্রহণকারী অবশ্যই সংশ্লিষ্ট শাখা থেকে কার্ড সংগ্রহ করবেন, যা পুরস্কার গ্রহণের সময় প্রদর্শন করতে হবে।

    আমি (অ্যাওয়ার্ড প্রত্যাশী শিক্ষার্থী) এ মর্মে ওয়াদা করছি যে, কুরআনুল কারীমের হিফয ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, কুরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবো এবং অ্যাওয়ার্ড সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলবো, ইনশাআল্লাহ।

    আপনার নিবন্ধন ফরমটি লিপিবদ্ধ করা হচ্ছে...